
সেপ্টেম্বরে ৮৮ কোটি টাকার অবৈধ পণ্য জব্দ করেছে বিজিবি
পোস্ট করেছেন: নিউজ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ১০/১০/২০১৭ , ৪:০১ অপরাহ্ণ | বিভাগ: প্রেস বিজ্ঞপ্তি

চলতি বছরের সেপ্টেম্বর মাসে প্রায় ৮৮ কোটি টাকা মূল্যের চোরাচালান ও মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি’র জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে ১০ লাখ ৮৫ হাজার ১৭৭ পিস ইয়াবা। ১১ হাজার ৩১৬ বোতল বিদেশী মদ, ১২০ লিটার বাংলা মদ, ৩৮ হাজার ৯৭২ বোতল ফেনসিডিল, দুই হাজার ৯১০ কেজি গাঁজা, দুই কেজি ৬৭৫ গ্রাম হেরোইনসহ বিভিন্ন ধরনের নেশাজাতীয় ট্যাবলেট। জব্দ করা অন্যান্য চোরাচালানের মধ্যে আছে শাড়ী, থ্রিপিস, থান কাপড়, তৈরি পোশাক ও কাঠ।