
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে জঙ্গিদের সাথে সেনাদের সংঘর্ষ
পোস্ট করেছেন: নিউজ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ১০/১৪/২০১৭ , ১১:৪৫ অপরাহ্ণ | বিভাগ: আন্তর্জাতিক

শ্রীনগর, কাশ্মীর (ভারত), ১৫ অক্টোবর, ২০১৭ (বাসস ডেস্ক) : ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে জঙ্গিদের সাথে ভারতীয় সেনাদের শনিবার ব্যাপক সংঘর্ষ হয়েছে।
পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা সিনহুয়ার খবরে এ কথা বলা হয়।
পুলিশ জানায়, কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরের ৪৭ কিলোমিটার দক্ষিণে পুলয়ামা জেলার লিটার গ্রামে এ সংঘর্ষের সূত্রপাত ঘটে।
স্থানীয় বাসিন্দা গোলাম নবী সিনহুয়ার সাংবাদিককে ফোনে বলেন, ‘আমরা ঘরে অবরুদ্ধ অবস্থায় রয়েছি তার বাইরে গোলাগুলি চলছে। শ্রীনগর পুলিশের এক মুখপাত্র বলেন, এলাকায় সশস্ত্র জঙ্গিরা অবস্থান করছে গোয়েন্দাদের এমন খবরের ভিত্তিতে ভারতীয় সেনা সদস্যরা আজ সকালে এলাকাটি ঘিরে ফেলে। এর পর পরই দু’পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়।
পুলিশ ধারণা করছে ২ থেকে ৩ জন সশস্ত্র জঙ্গি এলাকাটিতে অবস্থান করছে।
গত বুধবার এই এলাকাতে সরকারী সেনাদের সাথে জঙ্গিদের বন্দুকযুদ্ধে দুই জঙ্গি ও দুই ভারতীয় বিমানসেনা নিহত হয়।