
খুলনায় কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা
পোস্ট করেছেন: নিউজ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ১০/২৭/২০১৭ , ৬:১২ অপরাহ্ণ | বিভাগ: খুলনা বিভাগ,জেলা সংবাদ

খুলনা ব্যুরো :
খুলনা সিটি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র তানভীর হোসেন রকি (২২)কে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।
গতকাল শুক্রবার রাত ৯টার দিকে নগরীর টুটপাড়া বালুরমাঠ এলাকায় তাকে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করে। নিহত তানভীর নগরীর আরতাপোল লেন এলাকার মো. আনোয়ারের ছেলে।
সদর থানার ওসি এম এম মিজানুর রহমান জানান, ঘটনার সংবাদ পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। বর্তমানে তার মৃতদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। তবে হত্যাকাণ্ডের কারণ এখন পর্যন্ত জানা যায়নি বলেও তিনি জানান।