
নওগাঁয় দূর্নীতি বিষয়ক মতবিনিময় সভা (ভিডিও)
পোস্ট করেছেন: নিউজ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ১১/০১/২০১৭ , ৪:৪৭ পূর্বাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ,রাজশাহী বিভাগ

আব্দুল মান্নান, নওগাঁ:
নওগাঁয় দূর্নীতি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১০টায় দূর্নীতি দমন কমিশন রাজশাহীর আয়োজনে এবং নওগাঁ জেলা প্রশাসনের সহযোগীতায় জেলা প্রশাসকের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, দূর্নীতি দমন কমিশনের কমিশনার ড. নাসিরউদ্দিন আহমেদ। এসময় নওগাঁ অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুবুর রহমান এর সভাপতিত্বে দূর্নীতি দমন কমিশন রাজশাহী বিভাগীয় পরিচালক আবদুল আজিজ ভুঁইয়া, অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হক সহ প্রমূখ বক্তব্য রাখেন।
সভায় প্রধান অতিথি স্বচ্ছতার সাথে সবাইকে কাজ করার পরামর্শ প্রদান করেন। সভায় জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।