
৬৭৫ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
পোস্ট করেছেন: নিউজ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ১১/০৭/২০১৭ , ৬:২৮ পূর্বাহ্ণ | বিভাগ: অপরাধ,বাংলাদেশ

রাজধানীর তেজগাঁও গোয়েন্দা পুলিশের অবৈধ অস্ত্র উদ্ধার ও প্রতিরোধ টিমের সদস্যরা অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। পুলিশের এ অভিযানের সময় ৬৭৫ বোতল ফেনসিডিল, একটি ফিল্ডার গাড়ি ও একটি মোটরসাইকেল জব্দ করে। সোমবার দিনগত রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ এ অভিযান পরিচালনা করে।
অভিযানে গ্রেফতার মাদক ব্যবসায়ীর নাম রাকিবুল ইসলাম ওরফে রাজিব (৩০)। গোয়েন্দা পুলিশের উত্তর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো.শাহজাহান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, অভিযান পরিচালনাকালে রাজধানীর তেজগাঁওস্থ ৬/এফ মনিপুরী পাড়া এলাকার চন্দ্রিমা ভবনের নিচ তলায় সি-১ পার্কিং থেকে আসামি রাকিবুল ইসলাম ওরফে রাজিবের (৩০) হেফাজত হতে ৬৭৫ বোতল ফেন্সিডিল, একটি ফিল্ডার গাড়ি ও একটি ইয়ামাহা ফ্রেজার মোটরসাইকেল জব্দ করা হয়।
এ ব্যাপারে রাজধানীর তেজগাঁও থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।