
‘টপলেসে আপত্তি নেই’ কারিশমা শর্মার
পোস্ট করেছেন: নিউজ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ১১/০৮/২০১৭ , ১০:০৬ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন

তারকাখ্যাতি পেতে একের পর এক অভিনেত্রীরা টপলেস হচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। অনেকে আবার পর্দাতেও বোল্ড রূপে হাজির হচ্ছেন। তেমনই একজন কারিশমা শর্মা।
সম্প্রতি তিনি অভিনয় করেছেন ‘রাগিনি এমএমএস রিটার্নস’ ছবিতে। বলিউডের অন্যতম যৌনভিত্তিক ফ্র্যাঞ্চাইজির ছবি এটি। কেন্দ্রীয় চরিত্র রাগিনির ভূমিকায় দেখা যাবে কারিশমাকে।
এদিকে কারিশমা সম্প্রতি একটি ফটোশুট করিয়েছেন। টপলেস লুকে কারিশমার সেসব ছবি নিয়ে এরই মধ্যে বিতর্ক তৈরি হয়েছে। এর উত্তরে তিনি বলেন, চরিত্রের প্রয়োজনে টপলেস হতে আমার কোনো আপত্তি নেই। চিত্রনাট্য যদি এমনটা চায়, তাহলে স্বাচ্ছন্দ্যে টপলেস হয়ে অভিনয় করতে রাজি।
খোলামেলা হয়ে অভিনয়ের ব্যাপারে কারিশমার পরিবারও নাকি কোনও আপত্তি তোলেন না। তাই কোনও রকম খোলামেলা দৃশ্যে অভিনয় করতে অসুবিধা হয় না এই অভিনেত্রীর।