
নাটোরে যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা
পোস্ট করেছেন: নিউজ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ১১/০৯/২০১৭ , ৩:৩৪ পূর্বাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ,রাজশাহী বিভাগ

নাটোরে কান্দিভিটা টিবি হাসপাতালের পাশে অঙ্গন আহমেদ নামে এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত সাড়ে ১০টার দিকে শহরের কান্দিভিটা টিবি হাসপাতালের পাশে এ ঘটনা ঘটে।
নিহত অঙ্গন আহমেদ নলডাঙ্গা উপজেলার পাটুল গ্রামের আব্দুর রফিকের ছেলে।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, টিবি হাসপাতালে পাশে রাত সাড়ে ১০টার দিকে একদল দুর্বৃত্ত যুবলীগ কর্মী অঙ্গন আহমেদকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জেলা যুবলীগ সাধারণ সম্পাদক রুহুল আমীন বিপ্লব বিষয়টি নিশ্চিত করে জানান, অঙ্গন আহমেদ জেলা যুবলীগের একজন সক্রীয় কর্মী।