
রংপুরে হিন্দু বাড়িতে হামলায় গ্রেপ্তার আরো ৪৭
পোস্ট করেছেন: নিউজ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ১১/১২/২০১৭ , ৩:৫৪ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়,রংপুর বিভাগ

ফেসবুক আইডি থেকে ধর্ম অবমাননার অভিযোগে রংপুরে হিন্দু বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় করা দুই মামলায় আরো ৪৭ জন গ্রেপ্তার হয়েছেন। এ নিয়ে ১০০ জনকে গ্রেপ্তার করা হলো।
রোববার রাতে রংপুরের পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান এ কথা জানান।
শুক্রবার রংপুরে হিন্দু বাড়িঘরে হামলা চালিয়ে অগ্নিসংযোগ করে কয়েক হাজার মানুষ। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে এক যুবক নিহত হন। এ ঘটনায় শনিবার নগরীর গঙ্গাচড়া ও কোতোয়ালি থানায় দুই হাজারের বেশি লোককে আসামি করে দুটি মামলা করে পুলিশ।
শনিবার গ্রেপ্তার হন সদরের খলেয়া ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারি ও শলেয়াশাহ জামে মসজিদের ইমাম সিরাজুল ইসলাম সিরাজুল ইসলামসহ ৫৩ জন।
পুলিশ সুপার বলেন, হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় জড়িত থাকার অভিযোগ রোববার সন্ধ্যা পর্যন্ত আরও ৪৭ জনকে গ্রেপ্তার করা হয়। এদের বেশিরভাগই জামায়াত-শিবিরের নেতাকর্মী।
দুদিনে গ্রেপ্তার ১০০ জনকে সন্ধ্যায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। চার ‘ইন্ধনদাতার অন্য তিনজনকে গ্রেপ্তারে পুলিশের বিশেষ টিম কাজ করছে বলে জানান এসপি মিজানুর।