
নীহারের সঙ্গে লিভ টুগেদার করেছেন দীপিকা!
পোস্ট করেছেন: নিউজ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ১১/১৯/২০১৭ , ৯:৩৫ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন

অভিনয় জগতে খুব একটা নামডাক নেই নীহারের। তবে আপনি যদি বছর কয়েক আগে ফিরে যান তাহলে নীহারকে পরিচয় করাতে সবার আগে বলিউডের বিখ্যাত তারকা দীপিকা পাডুকানের কথা উঠবেই।
কারণ আর কিছুই নয়, শুধু লিভ টুগেদার। হ্যাঁ, ক্যারিয়ারর প্রথম দিকে দীপিকার সঙ্গে নীহার বছর তিনেক লিভ টুগেদার করেছিলেন। মুম্বাইতে দু’জনের প্রথম মিউজিক ভিডিও হিমেশ রেশমিয়ার গানে। নীহার পান্ডিয়াকে দেখা গিয়েছিল আই লাভ ইউ সায়োনি তে।
অন্যদিকে সে সময় তার বান্ধবীকে দেখা গিয়েছিল নাম হ্যায় তেরা গানে। তবে সেসব এখন অতীত। দীপিকা পাড়ুকোন বলিউডের অন্যতম সেরা সুন্দরী। বলিউডে তার ক্যারিয়ার দারুণভাবে এগিয়েই চলেছে।
সেখানে নীহার লড়াইটা একেবারে শুরুর জায়গায় শুরু করেছেন। কঙ্গনা রানাওয়তের মনির্কনিকা- দ্য কুইন অফ ঝাঁসি ছবিতে অভিনয় করছেন তিনি। দ্বিতীয় বাজীরাওয়ের ভূমিকায় দেখা যাবে নীহারকে। নিজের রোলের জন্য জোরদার প্রস্তুতি নিচ্ছেন, শিখেছেন ঘোড়া চালানো, তলোয়ার চালানো।
নীহার আশাবাদী এই কাজের পর তাকে নিজের মত করে চিনবে বলিউড দুনিয়া।