
গাইবান্ধায় অজ্ঞান পার্টির ৩সদস্য গ্রেপ্তার
পোস্ট করেছেন: নিউজ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ১১/২৬/২০১৭ , ১২:৩২ অপরাহ্ণ | বিভাগ: অপরাধ
আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা: গাইবান্ধায় ২ নারীসহ অজ্ঞান পার্টির সক্রিয় ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।
থানা সূত্রে জানা যায়, শনিবার দিনগত রাতে তথ্য প্রযুক্তিগত কৌশলে অভিযান চালিয়ে সদর উপজেলার কুপতলা ইউনিয়ন ও গ্রামের মোহাম্মদ শেখ, তার স্ত্রী শাহানা বেগম ও সাফি মিয়ার স্ত্রী শাপলা বেগমকে গ্রেপ্তার করে।গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট অপরাধে একটি মামলা রয়েছে। বাদী গাইবান্ধা পৌরসভাস্থ প্রফেসর কলোনীর আঞ্জুমান আরা বেগম (৫০) মামলায় উল্লেখ করেন, গত ১৬ নভেম্বর শহরের পোস্ট অফিস সংলগ্ন ডায়াবেটিস হাসপাতাল থেকে এক মহিলা তাকে ফুসলিয়ে তাজল হোটেলের পাশে নিয়ে ফলের জুসের সাথে চেতনা নাশক ঔষধ সেবন করিয়ে মোবাইল, স্বর্ণালংকার ও ভ্যানিটি ব্যাগ চুরি করে নিয়ে গেছে।এতে অসুস্থ্ হয়ে তিনি হাসপাতালে চিকিৎসা নেন। আসামীরা সংঘবদ্ধ অজ্ঞান পার্টির সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে রযপুর কোতয়ালী থানায় একটি হত্যা মামলা রয়েছে।সে মামলায় বিজ্ঞ আদালতের গ্রেপ্তারী পরোয়ানা জারী রয়ছে বলে জানা গেছে।
সদর থানা অফিসার ইনচার্জ- খাঁন শাহরিয়ার কবির বিষয়টি নিশ্চিত করেছেন।