
ফের প্রেসিডেন্ট প্রার্থী হচ্ছেন পুতিন
পোস্ট করেছেন: নিউজ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ১২/০৭/২০১৭ , ১১:২০ পূর্বাহ্ণ | বিভাগ: আন্তর্জাতিক

রুশ প্রেসিডেন্ট পুতিন জানিয়েছেন, আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনে তিনি ফের প্রার্থী হচ্ছেন। গতকাল ভোলগা শহরে একটি গাড়ির কারখানার শ্রমিকদের সামনে বক্তৃতায় এই তথ্য জানান প্রেসিডেন্ট পুতিন।
আগামী বছরের মার্চে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে জিতলে তিনি ২০২৪ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবেন। পুতিন প্রেসিডেন্ট কিংবা প্রধানমন্ত্রী হিসেবে ২০০০ সাল থেকে দেশটির ক্ষমতায় আছেন। কয়েকটি জরিপে দেখা গেছে, পুতিন প্রার্থী হলে সহজেই জিতে যাবেন। বিবিসি।