
ঘাটাইলে সন্ধানপুর ইউপি’র বিএনপির সম্মেলন অনুষ্ঠিত
পোস্ট করেছেন: নিউজ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ০১/০৮/২০১৮ , ১০:০২ অপরাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ

ঘাটাইল (টাঙ্গাইল), ০৮ জানুয়ারী, সময়’৭১ : ঘাটাইল উপজেলার সন্ধানপুর ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল ০৭জানুয়ারী রবিবার বিকালে উপজেলার কুশারিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক প্রতিমন্ত্রী বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা লুৎফর রহমান খান আজাদ।
সন্ধানপুর ইউনিয়ন বিএনপির আসলাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বুলবুল ভূইয়া, সাধারন সম্পাদক আ.খ.ম রেজাউল করিম, সাধারন সম্পাদক ফারুক হোসেন ধলা, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক হেলালুর রহমান খান, খলিলুর রহমান, আবু বকর সিদ্দিক, সহ সভাপতি মোস্তাফিজুর রহমান,
মাহবুবুর রহমান খান পালন, সাংগাঠনিক সম্পাদক জামুরিয়া ইউপি চেয়ারম্যান শামীম খান, সন্ধানপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম উপজেলা যুবদলের সভাপতি রফিকুল ইসলাম দুলাল, সাধারন সম্পাদক আরিফ সিদ্দিকী, ছাত্রদল নেতা আফজাল হোসেন প্রমুখ। সম্মেলন শেষে তৃনমূল নেতাকর্মীদের সমর্থনে মো. আসলাম উদ্দিন মাষ্টার সভাপতি এবং মিজানুর রহমান সম্পাদক নির্বাচিত হন।