
ঝালকাঠিতে প্রেমে প্রতারিত হয়ে স্কুল ছাত্রীর বিষপানে মৃত্যু
পোস্ট করেছেন: নিউজ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ০১/১৮/২০১৮ , ১২:৫২ পূর্বাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ

রাজাপুর প্রতিনিধি (ঝালকাঠি) : ঝালকাঠিতে প্রেমে প্রতারিত হয়ে আমিনা আক্তার (১৫) নামে নবম শ্রেণির এক ছাত্রীর বিষপানে মৃত্যু হয়েছে।
বুধবার সকালে সদর উপজেলার চামটা গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও নিহতের পরিবার জানায়, স্থানীয় শাহ আলম সিকদারের মেয়ে চামটা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শেণির ছাত্রী আমিনা আক্তারের সঙ্গে পার্শ্ববর্তী আলিপুর গ্রামের কামরুল হাওলাদার নামে একটি ছেলের প্রেমের সম্পর্ক ছিল।
কিছু দিন আগে ছেলেটি অন্য একটি মেয়েকে বিয়ে করে। এতে মানসিকভাবে ভেঙে পড়ে আমিনা। বুধবার সকালে মেয়েটির বাবা-মা বাসন্ডা ইউনিয়ন পরিষদে স্মার্ট কার্ড আনতে যায়। ঘরে কেউ না থাকার সুযোগে বিষপান করে ওই স্কুল ছাত্রী।
গুরুতর অবস্থায় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ষোষণা করেন। খবর পেয়ে ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এম এম মাহামুদ হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তিনি।