
বেনাপোলে ২০ স্বর্ণের বার জব্দ
পোস্ট করেছেন: নিউজ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ০৩/২১/২০১৮ , ১১:৪০ পূর্বাহ্ণ | বিভাগ: অপরাধ,জেলা সংবাদ

ভারতে পাচারকালে বেনাপোলের সাদিপুর সীমান্ত থেকে ২০টি স্বর্ণের বার জব্দ করেছে বিজিবি। তবে এ সময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি তারা।
বুধবার সকালে ওই স্বর্ণের বারগুলো জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণের মূল্য এক কোটি টাকা।
যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুল হক জানান, সাদিপুর সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণ পাচার হচ্ছে এমন গোপন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় চোরাকারবারিরা। এসময় ২০টি স্বর্ণের বার জব্দ করা হয়।
স্বর্ণের বারগুলো বেনাপোল কাস্টমস হাউসে জমা দেয়া হয়েছে। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় মামলা হয়েছে।