
সারিকার ‘অ্যারেঞ্জ ম্যারেজ’
পোস্ট করেছেন: নিউজ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ০২/১০/২০১৯ , ৩:২৮ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন

মডেল-অভিনেত্রী সারিকা সাবাহ। আসছে ভালোবাসা দিবসের জন্য একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে কাজ করলেন তিনি। এর নাম ‘অ্যারেঞ্জ ম্যারেজ’। নন্দিত তরুণ পরিচালক রায়হান রাফির পরিচালনায় চলচ্চিত্রটিতে অভিনেতা মিশু সাব্বিরের বিপরীতে দর্শকরা তাকে দেখতে পাবেন।
সারিকা সাবাহ বলেন, ‘অ্যারেঞ্জ ম্যারেজ’ আমার অভিনীত প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র।
এরইমধ্যে এর শুটিং শেষ হয়েছে। ভালোবাসা দিবস উপলক্ষে এটি আরটিভিতে ও প্রাণ ফ্রুটোর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রচার হবে।
প্রথম আলো পত্রিকার নকশা পাতার মডেল হিসেবে যাত্রা শুরু সারিকার । সেই সুবাদে বাংলালিংক , হারপিক সহ বেশ কয়েকটি পণ্যের মডেল হয়ে নজরে আসেন রংপুরের এই কন্যা।
ছোট বেলা থেকেই নাচ ও ছবি আঁকা পছন্দ করলেও অভিনয় করাটাকে উপভোগ করছেন সারিকা । নিজের অভিনীত প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নিয়ে সারিকা বলেন, ‘এটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে আমার প্রথম কাজ , কাজটা নিয়ে অনেকটাই আশাবাদী আমি। আশা রাখছি সকলের ভাল লাগবে’ ।